স্পেশাল কাস্টোমাইজড গয়না বানানো হচ্ছে দীপিকার জন্য
ই-বার্তা।। বেশ কদিন ধরে কানাঘুষো চলছে দীপিকা এখন বিয়ের শপিং নিয়ে খুবই ব্যস্ত৷ কিছুদিন আগে মা ও বোনের সঙ্গে বেঙ্গালুরুর এক জু্য়েলারি শপে দেখা গিয়েছিল তাঁকে। বেঙ্গালুরুতে অভিনেত্রীর পরিবার থাকেন। কিন্তু ইদানীং সেখানে সুন্দরীর যাওয়ার কারণ নাকি মা-বাবা কে সঙ্গে নিয়ে গয়নার ডিজাইন ঠিক করা।
গুঞ্জন বলছে, বছর শেষে ফুটতে চলেছে বিয়ের ফুল। জোর কদমে চলছে তারই প্রস্তুতি৷ মাঝে মাঝে এই জল্পনায় হাওয়া দিচ্ছে কিছু সিক্রেট মিটিং৷
কখনও দীপিকার সঙ্গে রণবীরের মা-বোনের শপিং৷ তো কখনও মস্তানির ফ্যামিলির সঙ্গে বাজিরাও-এর নৈশভোজ! লাভবার্ডস যতই মুখে কুলুপ এঁটে থাকুন, এই সবকিছু কিন্তু গুঁটি গুঁটি পায়ে বিয়ের মণ্ডপে যাওয়ার ঈঙ্গিতই দিচ্ছে৷
সদ্য এই ইশারায় নতুন মশলা দিলেন ককটেল গার্ল। খবর বলছে, মুম্বই থেকে সোজা বেঙ্গালুরু উড়ে গিয়েছেন নায়িকা। উদ্দেশ্য বিয়ের গয়না। বিশেষ এই দিনটিতে নিজেকে নজরকাড়া গয়নায় সাজাতে চান অভিনেত্রী। তাই স্পেশ্যাল নক্সার গয়না বানাবার জন্য বেঙ্গালুরু গিয়েছেন সিনে পদ্মাবতী
গত তিন বছর ধরে দীপিকা পাডুকোন যে একটি নামী জুয়েলারি ব্র্যান্ড এনডর্স করেন তা তো সকলেই জানেন৷ সেই সংস্থাই ঠিক করেছেন ‘লীলা’র জন্য স্পেশাল কাস্টোমাইজড গয়না বানাবেন তাঁরা৷ দুই পরিবার পক্ষ থেকে ডেট ঠিক না করা হলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই যেকোনও একদিন বসবে বিয়ের আসর৷ তাই জন্যই এত তাড়াহুড়ো৷
তবে বেঙ্গালুরু পারি দেওয়ার আগে হবু বরের সঙ্গে দেখা করে গিয়েছেন কনে৷ বাড়ি যাওয়ার আগে, মুম্বই বান্দ্রা একটি স্যালনে গিয়েছিলেন দীপিকা৷ সেই স্যালনের কাছাকাছি ছিলেন রণবীর৷ যাওয়ার আগে ছোট্ট ডেটও সেরে ফেলেছেন রাম ও লীলা৷
বি-টাউনের এই লাভবার্ডস বরাবরই চুপচাপ থেকেছেন নিজেদের সম্পর্ক নিয়ে৷ সুতরাং তাঁরা যে সিক্রেট ওয়েডিংয়ের সিদ্ধান্ত নেবেন, তা অনেকেই বলছেন৷ জানা যাচ্ছে, সুইজারল্যান্ডের জেনেভাতে চার হাত এক হবে৷ উপস্থিত থাকবে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব।
প্রসঙ্গত ‘গাল্লি বয়’র শ্যুটিং সবেমাত্র শুরু হলেও রণবীরের এখনও সময় লাগবে কাঁধের চোট থেকে রিকভার করতে৷ ছবিতে তাঁর বিপরীতে থাকছেন আলিয়া ভাট। তবে বছর শেষে রণ বা দীপির কেউই কোনও কাজ রাখছেন না বলে খবর।