হাটতে পারছেন এরশাদ
ই-বার্তা ডেস্ক।। অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এরশাদ এখন অনেকটা সুস্থ্য আছেন এবং হাটাচলা করছেন। আমি একটু আগে ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি এখন অনেকটা সুস্থ আছেন।
বুধবার দুপুরে জাপার বনানী অফিসে এরশাদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, সকালে হাটাহাটি করেছেন তিনি। আশা করছি চেয়ারম্যান দ্রুত সুস্থ্য হয়ে দেশে ফিরে দেশ ও জাতির কল্যাণে আবারও কাজ করবে। স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন তিনি। এরশাদ তার কাজের মাধ্যমেই কোটি মানুষের মন জয় করে তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। কোন নেতার অসুস্থতার জন্য কোটি মানুষের কান্নার রোল, এটা শুধু হুসেইন মুহম্মদ এরশাদের বেলায় প্রমাণিত হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা, মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ, পানি বিল মওকুফ করে সকল ধর্মের আস্থা অর্জন করেছেন এরশাদ।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু