১৮ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট
ই-বার্তা ডেস্ক।। আগামী ৩০ মে ইংল্যান্ড-ওয়েলস ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ১৮ মিনিটে।
গত মঙ্গলবার টিকিট বিক্রির ঘোষণা আসর পর বৃহস্পতিবার বিক্রির জন্য ছাড়া হয়েছিল। গ্রুপ পর্বের এই ম্যাচেটির ২৫ হাজার টিকিটের বিপরীতে আগ্রহী দর্শকদের আবেদন পড়েছিল ৪ লাখ। আইসিসি’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এই খবর প্রকাশ করে।
বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান এর আগে টি-টুয়েন্টি বিশ্বকাপে এই দু’দলের টিকিট বিক্রি হয়েছিলো তিন ঘণ্টায়।
মূলত কাশ্মীর ইস্যু নিয়ে দু’দেশের মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। তাই পাকিস্তানের বিরুদ্ধে বারবার ম্যাচ বয়কটের ঘোষণা দিচ্ছে ভারত।
এদিকে আইসিসিও বারবার বলছে ম্যাচ বয়কটের কোন সুযোগ নেই। এবারের বিশ্বকাপ ৩০ মে শুরু হলেও ভারত-পাকিস্তান ম্যাচটি ১৬ জুন অনুষ্ঠিত হবে ।
ই-বার্তা/ আরমান হোসেন পার্থ