২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে জানতেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন যে, ‘আইনি পথ ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই।’
তথ্যমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির আন্দোলন যুক্তিযুক্ত নয় জানিয়ে বলেন, ‘খালেদা জিয়া কোনো রাজনৈতিক বন্দী নয়। রাজনৈতিক বন্দী হলে আন্দোলনের প্রশ্ন আসে।’
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘উইকিলিকসের তথ্যে উঠে এসেছে যে, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে খালেদা জিয়া জানতেন ও তা তারেক রহমানের নির্দেশে হয়েছে। এখন বিএনপি এ বিষয়ে কী জবাব দেবে?’