যারা দুর্নীতি করছেন; সংশোধন হোন: কাদের

ই-বার্তা ডেস্ক।।    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যে কোনো মূল্যে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ।

ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যেকোনো মূল্যে দুর্নীতিমুক্ত করব। যারা দুর্নীতি করছেন, ব্যাড প্র্যাকটিস করছেন তারা দ্রুত সংশোধন হোন।

আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংশোধনের সুযোগ দিয়ে  বলেন, অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। বিআরটিএ কর্মকর্তারা যদি বাইরের দালালদের প্রশ্রয় দেন তাহলে অনিয়ম দুর্নীতি চলতেই থাকবে। আমি তাদেরকে শুধরে নেয়ার অনুরোধ করব। অনিয়ম-দুর্নীতি যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিরোধী দলের আন্দোলনের আহ্বান জানানো ছাড়া আর কিছু করার নেই। কারণ জনগণ তাদের আহ্বানে সাড়া দেবে না। বিগত ১০ বছরে সাধারণ জনগণ সাড়া দেয়নি, দেবেও না।

সভায় সেতুমন্ত্রী  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী ২৬ জানুয়ারি আওয়ামী লীগের বোর্ড সভায় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যাচাই বাছাইয়ের মাধ্যমে জনগণের কাছে যারা যোগ্য মনে হয় তাদেরই মনোনয়ন দেয়া হবে।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম