ভারত’কে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া
ই-বার্তা ডেস্ক।। ভারতের মাটিতে ভারতকে একপ্রকার উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া। ভারতের রানের পাহাড় অস্ট্রেলিয়া টপকে যায় হেসেখেলেই। অস্ট্রেলিয়ার এই জয়কে তাই ঐতিহাসিকই বলা যায়। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা এনেছে সফরকারীরা।
রোববার মোহালির চণ্ডীগড়ে প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ৩৫৯ রানের পাহাড় গড়ে ভারত। টার্গেট তাড়া করতে নেমে পিটার হ্যান্ডসকম্বের অভিষেক সেঞ্চুরিতে ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে ৩৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১২ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও শন মার্সের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। চরম বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান আগের ম্যাচে সেঞ্চুরি তুলে নেয়া উসমান খাজা।
তৃতীয় উইকেটে উসমান খাজার সঙ্গে ১৯২ রানের জুটি গড়েন হ্যান্ডসকম্ব। আগের ম্যাচে সেঞ্চুরি করা উসমান খাজা এদিন ফেরেন ৯৯ বলে ৯১ রান করে।
তাদের দৃড়তায় সহজ জয় পায় অস্ট্রেলিয়া।
ই-বার্তা/ মাহারুশ হাসান