আবারও বার্সার বিরুদ্ধে মামলা করলেন নেইমার

ই-বার্তা ডেস্ক।।  আনুগত্য বোনাস পেতে সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে আবারও মামলা দায়ের করেছেন দলটির সাবেক ফরোয়ার্ড নেইমার। ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজি চলে যাওয়ায় স্প্যানিশ ক্লাবটি চুক্তি অনুযায়ী বোনাস না দেওয়ায় সে অর্থ উদ্ধারে আবারও ক্লাবটির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।  

স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্দো জানাচ্ছে, এবারের মামলায় নেইমার চাচ্ছেন ৩.৫ মিলিয়ন ইউরো। গেল দলবদলেই পিএসজি ফরোয়ার্ডের বার্সায় ফেরা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। তার মাস ছয়েক না ঘুরতেই এ মামলার ফলে ধারণা করা হচ্ছে বার্সেলোনায় নেইমারের ফেরার কোনো পথ খোলা রইলো না। 

অবশ্য গেল দলবদলে নেইমারের বার্সায় ফেরার যতো গুঞ্জন ছিল তাতে শোনা যাচ্ছিল নেইমার বার্সায় ফিরলে সব ধরনের মামলা তুলে নেবেন। মামলার তদন্ত প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

এছাড়া, চুক্তির ধারা অনুযায়ী ১ লাখ ইউরো সমান অর্থের আরেকটি বোনাস পাওয়ার জন্যও ক্লাবটির বিপক্ষে আইনি লড়াই লড়ছেন ব্রাজিল তারকা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু