আর্জেন্টিনা শিবিরে আবারো দুঃসংবাদ!

ই-বার্তা।।  আগামী জুনে মাসে মাঠে গড়াচ্ছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরকে সামনে রেখে সব দল যেখানে নিজেদের শেষ সময়ে গুছিয়ে নিতে শুরু করেছে, সেখানে আর্জেন্টিনা শিবিরে একের পর এক দুঃসংবাদ এসে হাজির হচ্ছে।

কিছুদিন আগে স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ইনজুরিতে পড়েছেন। এবার তাঁর পথেই হাঁটলেন আর্জেন্টিনা দলের অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস বিলিয়া।

এমনিতেই আর্জেন্টিনার পুরো দলটাই দলের সেরা তারকা লিওনেল মেসিনির্ভর হয়ে গেছে। গত মাসের ২৭ তারিখ ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারতে হয় আর্জেন্টিনাকে।

সে ম্যাচে অনুপস্থিত ছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড মেসি। দলে তাঁর কতটা প্রয়োজন, হাড়ে হাড়ে টের পেয়েছেন জর্জ সাম্পাওলির দল।

কিছুদিন আগে ম্যানচেস্টার সিটি তারকা আগুয়েরো অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েন। ২০১৮ সালের শুরুতে ১৩ ম্যাচে ১৫ গোল করায় আর্জেন্টাইন শিবির স্বস্তির নিশ্বাস ফেলেছিল। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে এই স্ট্রাইকারের বিশ্বকাপ খেলা সংশয় সৃষ্টি করেছে। আর্জেন্টাইন চিকিৎসক বলেছেন, বিশ্বকাপ খেলার জন্য আগুয়েরো শতভাগ ফিট নন।

গত বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালিস্ট ছিল। ওই বিশ্বকাপের মূল একাদশে ছিলেন বিলিয়া। দলের হয়ে সাত ম্যাচই খেলেছিলেন তিনি।