গুজব সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে নাঃ এইচটি ইমাম

ই-বার্তা ডেস্ক।।  গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘সুশাসন নিশ্চিত করতে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’ 

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে যারা হীন উদ্দেশ্যে অপপ্রচার করছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বর্তমান সরকার সুশাসনে সবোর্চ্চ গুরুত্ব দিয়েছে। সুশাসনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনগণের জন্য সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা এবং কেউ যেন এর বিঘ্ন ঘটাতে না পরে।’ 

এইচটি ইমাম সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি, মশার বিরুদ্ধেও বিজয়ী হব।’

সভায় আসন্ন ঈদের সময়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা সম্পর্কিত ইস্যু এবং জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় স্বাস্থ্যকর পরিবেশে কোরবানির পশু জবাই করার বিষয় নিয়েও আলোচনা করা হয়। সভায় তিনি জানান, ডেঙ্গু দমন কার্যক্রম মনিটর করার জন্য রাজধানীর দুই সিটি কর্পোরেশনের ১৫৪টি ওয়ার্ডে উপ-সচিব অথবা সিনিয়র সচিব পর্যায়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। 

সভায় নিজ নিজ বাসাবাড়ি ও অফিস পরিষ্কার রাখতে এবং ফুলের টব, এয়ার কন্ডিশনার মেশিন ও ফ্রিজের জমে থাকা পানি পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধে সকল সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় ডেঙ্গু ও গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে টিভি চ্যানেলের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু