দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬,৭৬৭

প্রাণঘাতী করোনা ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। আর এই নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬ হাজার৭শ৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় ৪৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

চীনের পর দক্ষিণ কোরিয়াতেই করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।দক্ষিণ কোরিয়ায় দায়েগু শহরের একটি হাসপাতাল এবং একটি ধর্মীয় গ্রুপ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এর আগে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। -রয়টার্স।