নেপাল এবং ভুটান’কে ভারতের অংশ বললেন ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা সবসময়ই বিস্ময়ের জন্ম দেয়। তিনি কখন কী বলে ফেলেন, তা তাঁর ঘনিষ্ঠদের পক্ষেও বোঝা সম্ভব নয়। উল্টাপাল্টা মন্তব্যের কারণে তাঁকে নানা সময়ে সংবাদের শিরোনামে আসতে হয়েছে।

এই যেমন এবার মার্কিন প্রেসিডেন্ট বলে দিলেন, নেপাল আর ভুটান হচ্ছে ভারতের অংশ। শুধু বলে দিলেন তাই নয়, এই ভুল যাঁরা সংশোধন করিয়ে দিতে গেলেন, তাঁদের সঙ্গে তর্ক বাঁধিয়ে দিলেন। সম্প্রতি এমনই একটি তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।

ট্রাম্প ভুটানকে ‘বাটন’ এবং নেপালে ‘নিপল’ বলে সম্বোধন করেছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসের নিরাপত্তাবিষয়ক বৈঠকে এ কথা বলেছেন ট্রাম্প।

টাইম ম্যাগাজিনের বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রতিবেদক জন ওয়ালকট গতকাল বুধবার সিএনএনের সংবাদ চলাকালে উপস্থাপিকা ব্রুক বেল্ডউইনকে এ বিষয়ে জানান।

ই-বার্তা/ মাহারুশ হাসান