পরমাণু অস্ত্র বিসর্জন না দিলে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ অন্ধকারঃ ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  রিপাবলিকান দলের এক সম্মেলনে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া যত দিন পরমাণু অস্ত্র বিসর্জন দেবে না, তত দিন তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হবে না।  বিসর্জন দিলে দেশটির ভবিষ্যৎ উজ্জ্বল।

গত বৃহস্পতিবার ভিয়েতনামে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসেন ট্রাম্প।  কিন্তু কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।  এ অবস্থায় শনিবার ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে’ ট্রাম্প বলেন, ‘পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে উত্তর কোরিয়া যদি আমাদের সঙ্গে চুক্তিতে পৌঁছতে পারে, তাহলে তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল।  কিন্তু তারা যদি পরমাণু অস্ত্র আঁকড়ে ধরে রাখে, তাহলে তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ বলে কিছু নেই।’ 

সম্মেলনে রবার্ট মুয়েলারের ব্যাপক সমালোচনা করে শনিবারের সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা এমন একজনের তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি, যিনি নির্বাচিত কোনো ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি নন।’ 

এদিকে দুটি বড়সড় যৌথ সামরিক মহড়া সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।  তাঁরা উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেন।  পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ‘কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত করতে এবং উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক যোগাযোগ এগিয়ে নেওয়ার লক্ষ্যেই দুটি মহড়া বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’ 

সামরিক মহড়া বন্ধ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেক সমালোচক।  তাঁদের যুক্তি, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা হতে পারে।  অনেকেই আবার মনে করেন, এ ধরনের উদ্বেগের কোনো কারণ নেই। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু