“পুরো ক্যারিয়ারেই লড়াই করতে করতে যাচ্ছি”

ই-বার্তা ডেস্ক।।   গতকাল ঢাকার বিরুদ্ধে হার দিয়ে শেষ হয়েছে খুলনার বিপিএল জার্নি। খুলনার সাথে সাথে হতাশ করেছেন বাংলাদেশের পঞ্চপান্ডপের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে শুধু বিপিএলের পারফর্মেন্স দিয়ে নিজেকে বিচার করতে নারাজ তিনি।

‘বিপিএলে বাজে পারফার্মেন্সের প্রভাব নিউজিল্যান্ড সিরিজে কতটা পরবে’ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিপিএলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে কেন? আমার পারফরম্যান্স লেভেলেটা এখনো নেতিবাচকে যায়নি। কারণ পুরো ক্যারিয়ারেই লড়াই করতে করতে যাচ্ছি। আমার এতোটুকু আত্মবিশ্বাসী আছে নিউজিল্যান্ডে ভালো করতে পারবো। হয়তো আমাকে একটু কষ্ট করতে হবে। আরও কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। এরজন্য আমি শতভাগের থেকেও বেশি করতে প্রস্তুত।’

নতুন সিরিজ নতুন ভাবেই শুরু করতে বিশ্বাসী মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘পুরনো ভালো স্মৃতি এখনও মনে আছে । ভালো লাগে যখন চিন্তা করি। সামনে নতুন সিরিজ,নতুন চ্যালেঞ্জ। অতীতে কি হয়েছে সেগুলো নতুন ম্যাচে প্রভাব ফেলে না। আমাকে নতুন করেই শুরু করতে হবে।’

ই-বার্তা/ মাহারুশ হাসান