বরিশাল কারাগারে কয়েদির আত্মহত্যা

ই- বার্তা ডেস্ক।।   বরিশাল কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে সাজাপ্রাপ্ত এক কয়েদি আত্মহত্যা করেছেন।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম কবির সিকদার (৪০)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জামিরতলা এলাকার মো. দলিল উদ্দিন সিকদারের ছেলে।

এই বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. ইউনুস জানান, ভোলার মনপুরা থানার চুরি ও ছিনতাই মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন কবির সিকদার । ২০১৭ সালের ১৭ অক্টোবর ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ওই দণ্ড দেন। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন কবির সিকদার। ২০১৭ সালের ১২ ডিসেম্বর ভান্ডারিয়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে সাজা ভোগের জন্য ভোলা কারাগারে পাঠায়।

সেখান থেকে চিকিৎসার জন্য কবিরকে ২০১৮ সালের ২ অক্টোবর বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি বরিশাল কারাগারে বন্দি ছিলেন।

জেলার আরও জানান, কারাগারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন কবির সিকদার। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঝাড়ু দিচ্ছিলেন। এরপর হঠাৎতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কারারক্ষীরা দুপুর ১ টার দিকে রান্না ঘরে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় কবির সিকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম