শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’

ই-বার্তা ডেস্ক।।  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান অভিনীত কলকাতার আলোচিত ছবি ‘কণ্ঠ’ আগামীকাল (শুক্রবার) ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।  ছবিটি লিখেছেন মাহমুদুল আমিন এবং পরিচালনায় ছিলেন যৌথভাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।  

ইদানীং ঢাকার চেয়ে কলকাতার চলচ্চিত্রে বেশি সময় দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয়ে মুগ্ধ কলকাতার বেশির ভাগ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তাই তো একের পর এক নতুন ছবির খবর দিচ্ছেন এ অভিনেত্রী। তবে বাংলাদেশের দর্শকেরা পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া জয়ার সিনেমাগুলো বড় পর্দায় দেখার সুযোগ খুব একটা পান না। কেবলমাত্র কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবিটি দেখার সুযোগ পেয়েছিলেন এদেশের দর্শকেরা। জয়াকে নিয়ে গর্বিত বাংলাদেশি দর্শকদের মনে বরাবরই এ নিয়ে আফসোস ছিল। এবার সেই আফসোস মিটতে চলেছে। বাংলাদেশের সিনেমাহলে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত কলকাতার আলোচিত সিনেমা ‘কণ্ঠ’।

প্রাথমিকভাবে ছবিটি ঢাকাসহ সারাদেশের প্রায় ১২টি হলে মুক্তি পাবে। বাংলাদেশে ছবিটি পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। সাফটা চুক্তির নীতিমালা মেনেই বাংলাদেশে ‘কণ্ঠ’ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি ভারতে মুক্তির এগারো দিনেই আয় করে ২ কোটি রুপির বেশি।  এই ছবির মূল চরিত্র অর্জুন। যিনি পেশায় একজন রেডিও জকি, যার গলায় ক্যানসার ধরা পড়ে। ফলে, অপারেশন করে স্বরযন্ত্র কেটে বাদ দিতে হয়। গলা দিয়ে যখন অদ্ভুত স্বর বেরোতে থাকে, হতাশায় আক্রান্ত হন অর্জুন।

তখন এগিয়ে আসেন ‘স্পিচ থেরাপিস্ট’ জয়া আহসান। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প রয়েছে সিনেমার কাহিনিতে। শিবপ্রসাদ নিজে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রীর ভূমিকায় পাওলি দাম, স্পিচ থেরাপিস্ট জয়া আহসান ছাড়াও এ ছবিতে আরো আছেন কনীনিকা বন্দোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত ও পরান বন্দোপাধ্যায়।  বাংলাদেশে ‘কণ্ঠ’ মুক্তি পাওয়ায় বর্তমানে জয়া আহসান বেশ উচ্ছ্বসিত। স্যোশাল মিডিয়াতে তিনি এই ছবির প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।  

ই-বার্তা/সালাউদ্দিন সাজু