সরকারের পদক্ষেপ ধানের নায্য মূল্য নিশ্চিত করবেঃ প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  সাম্প্রতিক সময়ে কৃষকদের বেহাল দশা থেকে উত্তরণের জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ২৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। 

প্রধানমন্ত্রী বলেন, ‘চাহিদার অতিরিক্ত ধান উৎপাদন হওয়ায় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য আমরা সরাসরি কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ 

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে একথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ‘চালের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যেই চাল ক্রয় কার্যক্রম শুরু হয়েছে।’ 

তিনি বলেন, ‘আমরা আমদানি নিরুৎসাহিত করার জন্য চালের আমদানি শুল্ক বৃদ্ধি করেছি। উদ্বৃত্ত চাল রপ্তানি করার সিদ্ধান্তও গ্রহণ করেছি। আশা করছি, আমাদের এই সকল কার্যক্রম কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করবে।এখন আমরা ১৯ লাখ মেট্রিক টন পর্যন্ত খাদ্য মজুদ রাখতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। ২৮ লাখ মেট্রিক টন খাদ্য যেন আমাদের মজুদ থাকে সেই পরিকল্পনা নিয়ে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু