সিরিয়া থেকে ইরানি সেনা সরাতে চায় ইসরাইল

ই-বার্তা ডেস্ক।।   ইরানকে বড় সমস্যা বলে আখ্যায়িত করে সিরিয়া থেকে ইরানি সেনা দ্রুত সরাতে হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

মঙ্গলবার ইসরাইলের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচভির শপথ অনুষ্ঠানে নেতানিয়াহু এসব কথা বলেন।

নেতানিয়াহু আরও বলেন, গত চার বছরে আমরা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা ও পরিবর্তন সম্মুখীন হয়েছি। কিন্তু আমাদের বড় সমস্যা ইরান ও তার সন্ত্রাসী শাখা।

তিনি ইরানি কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, দ্রুত সিরিয়া থেকে বেরিয়ে আসুন, আমরা কোনো ভয় ছাড়াই আমাদের নীতি অব্যাহত রাখব। তবে আপনাকে আক্রমণ থামাতে বলব না। আমাদের যদি পূর্ণ আকারের যুদ্ধ করতে হয়, আমাদের সেনাবাহিনী ও আমাদের নাগরিকরা এ চ্যালেঞ্জটি গ্রহণ করবে।

ই-বার্তা/ মাহারুশ হাসান