৬ বছরের জেল হতে পারে সালমানের!

বলিউড সুপারস্টার সালমান খানের ৬ বছর জেল খাটতে হতে পারে! সালমান ভক্তদের এটা শোনার পর হয়তো মাথায় হাত পড়তে পারে। তারা হয়তো ভাবছেন কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ১৯৯৮ সালে। এখন অনেকেরই বুঝতে আর বাকি নেই।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সালমান খানের বিরুদ্ধে ১৯৯৮ সালে যোধপুরে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগের আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে। খান সাহেব যদি দোষী প্রমাণিত হন তাহলে ৬ বছর জেল খাটতে হতে পারে তাকে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সুরুজ বারজাতিয়ার ব্লকবাস্টার সিনেমা ‌‘হাম সাথ সাথ হ্যায়’র শুটিং করতে রাজস্থানের যোধপুরে গিয়েছিলেন সালমান। সঙ্গে ছিলেন সিনেমাটির অন্য তারকা সাইফ আলী খান, টাবু, সোনালী বান্দ্রে ও নীলম। অভিযোগ ওঠে, শুটিংয়ের ফাঁকে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। তাকে সঙ্গ দেওয়ার অভিযোগ ওঠে বাকি ৪ তারকার বিরুদ্ধেও।

যোধপুরের বন বিভাগ ওই বছরের ১৫ অক্টোবর সালমানের বিরুদ্ধে দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে মামলা দায়ের করে।

২০০৭ সালে সালমান খান এই মামলায় কয়েকদিন যোধপুর কারাগারে ছিলেন। এরপরে জামিনে মুক্ত হন বলিউড সুপারস্টার সালমান খান।

শেষমেষ ২০১৭ সালে যখন এই মামলার রায় দেওয়া হয় তখন নির্দোষ প্রমাণিত হয়েছিলেন সালমান খান। কিন্তু এই রায়ের ওপর আবারও আপিল করা হয়। আর যার চূড়ান্ত রায় জানা যাবে আজ বৃহস্পতিবার (৫ এপ্রিল)।

তাই রায় নিয়ে চিন্তিত সালমানের পরিবার ও তার ভক্তরাও।

ই-বার্তা/এস