থিয়েটার কুবি’র প্রথম দিনের কর্মশালা

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের সেশন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রথমদিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় ফ্লোর পরিচালনা করেন থিয়েটার কুবি’র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম এবং থিয়েটার কুবি’র সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হরিদাস চক্রবর্তী পঙ্কজ, সিনিয়ির সহ-সভাপতি তানজিলা আলী খাঁ বিথি, সাবেক সাধারণ তামিম হাসান, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক অর্ক গোস্বামী ও অর্থ-সম্পাদক নাজমুল ফাহাদ।

 

এছাড়াও থিয়েটার কুবি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দুই দিনব্যাপী কর্মশালা শেষ হবে আগামীকাল শনিবার।সমাপনী দিনে ফ্লোর পরিচালনা করবেন থিয়েটার কুবি’র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রবিউল আউয়াল চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল থিয়েটার সাস্ট’র প্রশিক্ষকরা।

 

 

ই-বার্তা ।। ডেস্ক