ভারতে আর মুসলিম দরকার নেইঃ তসলিমা নাসরিন

ই-বার্তা।। আসামের নাগরিক তালিকা নিয়ে যখন জাতীয় রাজনীতি উত্তাল, তখন বিতর্কের মাত্রা আরও বাড়িয়ে দিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নির্বাসিত এই লেখিকা এক টুইটবার্তায় দাবি করেছেন, ভারতে যথেষ্ট সংখ্যক মুসলিম অধিবাসী আছেন। প্রতিবেশী দেশের মুসলিমের আর দরকার নেই। 

 

তবে দেশের দরকার না থাকলেও, দেশের রাজনীতিবিদদের এই মুসলিমদের দরকার আছে বলে মন্তব্য করেন তিনি। দেশে বিভিন্ন সময় নেতাদের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ প্রশ্নের মুখে পড়েছেন। তবে প্রতিবারই তিনি জানিয়েছেন, রাজ্যে হিন্দু-মুসলিম সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান।

 

তিনি কাউকে আলাদা ভাবেন না। মমতা বলেছেন, হিন্দু-মুসলিম বিভাজন করে সনাতন ভারতের সংস্কৃতি নষ্ট করছে বিজেপি। সম্প্রতি আসমে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছে। যেখানে বাদ পড়েছে প্রায় ৪০ লাখ বাঙালি। বাদ পড়া বাঙালিদের বেশিরভাগই মুসলিম।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট