পাকিস্তানকে দুই পয়েন্ট দিতে চান না শচীন

ই-বার্তা ডেস্ক।।   পাকিস্তানকে দুই পয়েন্ট দিতে চান না শচীন টেন্ডুলকার।কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জের যে ক্রিকেটেও পড়েছে এটা এখন অনেকেরই জানা। ।

আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি না খেলে তাদের দুই পয়েন্ট দিয়ে দেওয়ার পক্ষে নন শচীন। তার মতে, এমনটা হলে উপকার হবে পাকিস্তানেরই।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের উপর সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো ভারত। এই পরিপ্রেক্ষিতে বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করতে বলছেন অনেকে। এই অনেকের তালিকায় আছেন অনেক সাবেক ক্রিকেটাররাও। আর ভিন্নমতও আছে। যেমন আরেক কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার চান, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলুক ভারত। আর সেই ম্যাচ জিতে প্রমাণ করুক ভারতই সেরা। এবার তার সঙ্গে একমত প্রকাশ করলেন শচীন।

শুক্রবার ভারতীয় এক সংবাদ সংস্থা পিটিআইকে শচীন বলেন, ‘বিশ্বকাপে সবসময় পাকিস্তানকে হারিয়েছে ভারত। সময় হয়েছে তাদের আরও একবার হারানোর। আমি ব্যক্তিগতভাবে চাই না তাদের দুই পয়েন্ট এমনি এমনি দিয়ে দিতে আর টুর্নামেন্টে সাহায্য করতে।’

‘তবে এটা বলার পরও আমি বলবো, আমার কাছে ভারতই সবার আগে। তাই আমার দেশ যে সিদ্ধান্ত নেবে, আমি হৃদয় দিতে সেটা সমর্থন করবো।’

আগামী ৩০ মে থেকে যুক্তরাজ্যে বসবে এবারের ওয়ানডে বিশ্বকাপের আসর।

ই-বার্তা/ মাহারুশ হাসান