আজকের শিশু আগামী দিনের কর্ণধারঃ প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  আজ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডির ৩২ নাম্বার সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার।

এ সময় শেখ হাসিনা বলেন, আজকের শিশুদের মধ্য থেকেই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, কেউ বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।  একই সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষায় দেশের সবাইকে সচেতনতার সাথে কাজ করার আহ্বান জানান।

আজকের শিশুরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এমন আশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই গড়ে তুলবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।  ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় উন্নত-সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।  আমার দোয়া তোমাদের সঙ্গে রইল।  তোমরা তোমাদের বাবা-মায়ের কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলবে। 

এসময় চির কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য’র ছাড়পত্র কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু