শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে বার্সেলোনা

ই-বার্তা।।  মেসি ও সুয়ারেজ স্বরূপে ছিলেন না। তবু জয় পেয়েছে বার্সেলোনা। ক্লেমোঁ লংলে ও জর্দি আলবার গোলে রিয়াল সোসিয়েদাদকে ২-১ ব্যবধানে হারিয়েছেন কাতালানরা। প্রত্যাশিত জয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তারা।

শনিবার রাতে ক্যাম্প ন্যুতে শুরুটা নড়বড়ে ছিল বার্সার। ছন্দে ফিরতে সময় লাগে। ফিরেই আক্রমণের পসরা সাজান ব্লাউগ্রানারা। তবে গোলমুখ খুলছিল না। বিরতির ঠিক আগে অপেক্ষার পালা শেষ হয়। উসমান ডেম্বেলের কর্নারে হেডে জাল খুঁজে নেন লংলে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে মরিয়া হয়ে পড়ে সোসিয়েদাদ। আক্রমণের ঢেউ তোলে দলটি। সাফল্যও হাতেনাতে ধরা দেয়। সতীর্থের রক্ষণচেরা পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে লক্ষ্যভেদে সমতা টানেন হুয়ানমি।

অতিথিদের এ আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পর মেসির পাস ধরে ডি-বক্সে একজনকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে নিশানাভেদ করেন আলবা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

এ জয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়েছে বার্সা। ৩৩ ম্যাচে ২৩ জয় ও আট ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মেসি। শেষ পাঁচ ম্যাচে আর ৬ পয়েন্ট পেলেই স্পেনসেরা ট্রফি জিতবেন তারা।