ইরানের সঙ্গে যুদ্ধ চায় না অধিকাংশ মার্কিন নাগরিক

ই-বার্তা ডেস্ক।।  ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চায় না বেশিরভাগ মার্কিন নাগরিক।  নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।  দ্য রয়টার্স/ইপসস পাবলিক অপিনিয়ন পোল গতকাল (মঙ্গলবার) এ জরিপের ফলাফল প্রকাশ করেছে।

জরিপে দেখা যায়,শতকরা ৬০ ভাগ মার্কিন নাগরিক আগেভাগে ইরানের ওপর হামলার বিরোধিতা করেছেন।  অন্যদিকে মাত্র শতকরা ১২ ভাগ জনগণ ইরানের বিরুদ্ধে আগেভাগে যুদ্ধ শুরুর পক্ষে মত দিয়েছেন।

এছাড়া এই জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, শতকরা ৪৯ ভাগ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-নীতিকে সমর্থন করেন নি।  এর মধ্যে শতকরা ৩১ ভাগ বলেছেন, তারা জোরালোভাবে ট্রাম্পের ইরান-নীতির বিরোধিতা করেন।

জানা যায়, ১৭ মে থেকে ২০ মে অনলাইনে পুরো আমেরিকায় এই জরিপ পরিচালনা করা হয়েছে।  এতে অংশ নেন ১০০৭ জন যার মধ্যে ডেমোক্র্যাট সমর্থক ৩৭৭ জন ও রিপাবলিকান দলের সমর্থক রয়েছেন ৩১৩ জন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।  ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার ইরানকে হুমকি দিয়েছেন।

ট্রাম্প গত রবিবার টুইটারে বলেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু