ক্রাইস্টচার্চ টেস্টের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইংল্যান্ড

ই-বার্তা।।  ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইংল্যান্ড। জেমস ভিন্স ও মার্ক স্টোনম্যানের ১২৩ রানের পার্টনারশিপে ২৩১ রানের বড় লিড নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ২০২ রান।

সকালে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি ইংল্যান্ডকে। ব্রড ও অ্যান্ডারসনের বোলিংয়ে কিউইরা গুটিয়ে যায় ২৭৮ রানে। তাতে ২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ইংল্যান্ড।

এই ইনিংসে খুব বেশি প্রতিরোধ গড়ার সুযোগ দেননি স্টুয়ার্ট ব্রড। ৫৪ রানে এই ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। ৭৬ রানে ৪ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

জবাবে ইংল্যান্ডের শুরুটা আশানুরুপ হয়নি। ২৪ রানে ওপেনার অ্যালিস্টার কুককে গ্লাভসবন্দি করান ট্রেন্ট বোল্ট।

পরের জুটিতে ধাক্কা সামলে ওঠে ইংল্যান্ড। জেমস ভিন্স ও স্টোনম্যানের জুটিতে আসে ১২৩ রান। পোক্ত হয়ে দাঁড়ানো এই জুটিকে ভেঙে দেন টিম সাউদি।

৬০ রানে ফেরেন আরেক ওপেনার স্টোনম্যান। জুটি গড়া ভিন্সকেও থিতু হতে দেননি বোল্ট। ৭৬ রানে টেলরকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

আলোর স্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে ব্যাট করছিলেন অধিনায়ক জো রুট (৩০) ও ডেভিড মালান (১৯)।