রক্তে মাদকের আলামত থাকলে চাকরি হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন যে, সরকারি চাকরিতে ঢোকার সময় অবশ্যই ডোপটেস্ট দিয়ে আসতে হবে। চাকরিপ্রার্থীর রক্তে যদি মাদকের আলামত পাওয়া যায়, তাহলে আমরা তার আবেদন হয়তো বাতিল করে দেব।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘শূন্য সহনীয়’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গতি ও জনবল বেড়েছে। মাদকবিরোধী আইন-২০১৮-কে যুগোপযোগী করা হয়েছে।

তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা যদি মাদকাসক্ত হন তাহলেও আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এখন আমরা চাকরিতে প্রবেশের সময় এটা বাস্তবায়ন করছি।

তিনি আরও বলেন, কেউ সরকারি চাকরিতে ঢোকার সময় অবশ্যই তাকে ডোপটেস্ট দিয়ে আসতে হবে। চাকরিপ্রার্থীর রক্তে যদি মাদকের আলামত পাওয়া যায়, তাহলে আমরা তার আবেদন হয়তো বাতিল করে দেব।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম