ম্যাচ পাতানোর অভিযোগ ভারতের দিকে

ই-বার্তা ডেস্ক।।  ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৩১ রানে হেরে গেছে ভারত। অপরাজিত ছিলেন মাহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের মতো ব্যাটসম্যান। অথচ ভারতের পুরো ইনিংসে ছয় হয়েছে মাত্র একটি। তাও ৪৯তম ওভারে ধোনির ব্যাট থেকে।  

ভারতের ইনিংসে শেষ পাঁচ ওভারে এসেছে মাত্র চারটি বাউন্ডারি! এসব নানা বিস্ময়কর ফলাফল দেখে স্যোশাল মিডিয়ায় চলছে ধোনিদের তীব্র সমালোচনা। এই ম্যাচকে ‘পাতানো’ আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করছেন ক্রীড়ামোদীরা।

বিস্ময় ধরে রাখতে পারেননি মাঠে উপস্থিত নাসির হুসেইন, সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তিরাও। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইন বলেন, আমি হতভম্ব। এখানে কি ঘটছে তা ব্যাখ্যার অতীত।

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমাকে যদি প্রশ্ন করো এখানে কি ঘটেছে? আমি বলবো জানি না। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই!’

গতকাল রবিবার ইংল্যান্ডের বার্মিহ্যামে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচ জয়ে সেমি ফাইনালের পথে ভালোভাবেই থাকলো ইংল্যান্ড। অস্বস্তিতে পড়লো বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশকে এখন দুই ম্যাচই জিততে হবে। অন্যদিকে ইংল্যান্ড শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে শেষ হয়ে যাবে সরফরাজদের স্বপ্ন। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু