‘ডেঙ্গু প্রতিরোধে সরকারের কাযর্কর কোনো উদ্যোগ নেই’

ই- বার্তা ডেস্ক।।   বিএনপি অভিযোগ করেছে যে, ডেঙ্গু প্রতিরোধে সরকারের কাযর্কর কোনো উদ্যোগ নেই বলে ।

আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

 রুহুল কবির রিজভী বলেন, এডিস মশা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এটা প্রতিরোধে ব্যাপক ‘ড্রাইভ’ প্রয়োজন। অথচ স্বাস্থ্য দফতর, জনস্বাস্থ্য অধিদফতরের কোনো কর্মকাণ্ড নেই।া

রিজভী বলেন, সিটি কর্পোরেশনগুলো কী করছে। ওদের শুধু ঠোঁটের মধ্যে, কথার মধ্যে উদ্যোগের কথা দেখবেন। কোথাও কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে না। এটার জন্য পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা, এন্টি ড্রাগ কোনো কিছুই নেই। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, এটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সর্বত্র।

তিনি বলেন, এজন্য এ গণবিরোধী সরকারই দায়ী। কারণ গণবিরোধী সরকারের জনগণের প্রতি কোনো দায়িত্ব থাকে না। তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে কিভাবে জনগণের টাকা নিজেদের পকেটে ভরা যায়, সেটা তারা সুচারুভাবে পালন করছে। জনগণের স্বাস্থ্য, জনগণের অসুস্থতা, জনগণের সার্বিকভাবে কল্যাণ সেটা তো তারা চায় না। দেশকে বিরাণভূমিতে পরিণত করে তার ওপর রাজত্ব করাই এ সরকারের স্বপ্ন, সেটা বাস্তবায়ন করছেন তারা।

বিএনপির এ নেতা বলেন, আপনারা সব সময় দেখবেন উন্নয়ন কিংবা পদক্ষেপ এসব ক্ষমতাসীনদের ঠোঁটের মধ্যে আটকে থাকে, বাস্তবে এর কোনো পদক্ষেপ কেউ কখনও দেখিনি। আজকে যানজটে, রাস্তা-ঘাটের বেহাল অবস্থায় আপনি বলুন কোন দিক দিয়ে মানুষের স্বস্তি আছে? কোথাও স্বস্তি নেই।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।