মশার লার্ভা নিধনে মাঠে নেমেছে ৫০ হাজার পুলিশ

ই-বার্তা ডেস্ক।।  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংসে ৫০ হাজার পুলিশ কাজ করছে।  

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এর আগে রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। ঈদের আগেই যেন ডেঙ্গু নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে।

তিনি বলেন, এডিস মশার লার্ভা ধ্বংসে পুলিশের সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে।

সাস্থ্য বুভাগ একা এডিস মশা নিধন করতে পারবে না। এজন্য নগরবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু