‘আর্থসামাজিক উন্নয়নে সিভিল সার্ভিস খুব গুরুত্বপূর্ণ’

ই- বার্তা ডেস্ক।।   দেশের আর্থসামাজিক উন্নয়নে সিভিল সার্ভিসের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আজ বৃহস্পতিবার নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

তিনি আশা প্রকাশ করেন যে নতুন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বেসামরিক কর্মকর্তারা সেবার মনমানসিকতা নিয়ে জনকল্যাণের জন্য কাজ করবেন।

তারা সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে আরও সক্রিয় হবেন বলেও আশা রাখেন আবদুল হামিদ।নতুন মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির কাছ থেকে সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

খন্দকার আনোয়ারুল ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে যোগ দেন। নতুন এ দায়িত্বে আসার আগে তিনি সেতু বিভাগে সিনিয়র সচিব হিসেবে কাজ করছিলেন।

বিসিএস ১৯৮২ (বিশেষ) ব্যাচের এ কর্মকর্তা ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন এবং মাঠ ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন পদে দয়িত্ব পালন করেছেন।