বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, ৩৩ মিনিটে কক্ষপথে (ভিডিওসহ)

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ লাইভ উৎক্ষেপণ

যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস [#স্পেসএক্স] সেন্টার থেকে………………………………………#বঙ্গবন্ধু_স্যাটেলাইট-১ লাইভ উৎক্ষেপণ# আমাদের সাথে যুক্ত থাকুন , শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।#Bangabandhu_Satellite-1—— #Live

Posted by Ebarta on Friday, May 11, 2018

 

ই-বার্তা ।।  শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে ”বঙ্গবন্ধু-১” স্যাটেলাইটটি মহাকাশের দিকে উৎক্ষেপণ করা হয়। স্বাভাবিকভাবেই উৎক্ষেপণের পর এটি মহাকাশের দিকে ছুটে যায়। ”বঙ্গবন্ধু-১”  কক্ষপথে পৌঁছাতে নির্ধারিত ৩৩ মিনিট সময় নেয়।

ব্লক ফাইভ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে রওনা হয় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটের দিকে। এটি স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণ ।দীর্ঘ প্রতীক্ষার পর রাত ২টা ৪৭ মিনিটে এ স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎক্ষেপণের উদ্বোধন ঘোষণা করেন।বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উদ্বোধন ঘোষণার পূর্বে তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়াকে ধন্যবাদ জানান।কক্ষপথ ভাড়া দেয়ার জন্য বিশেষ করে রাশিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো।

 

 

ই-বার্তা/desk