অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা, ফিরেছেন স্মিথ-ওয়ার্নার
ই-বার্তা ডেস্ক।। নানা জল্পনা-কল্পনা শেষে স্মিথ-ওয়ার্নারকে দলে রেখে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করে সোমবার এক টুইট বার্তা প্রেরণ করা হয়েছে।
সাবেক অধিনায়ক স্মিথকে দলে রাখা হলেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন বর্তমান দলনেতা অ্যারন ফিঞ্চ। এদিকে দলে রাখা হয়নি পেসার হ্যাজেলউড এবং উইকেট কিপার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বকে।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজে দুর্দান্ত খেলে সবার নজর কাড়েন অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলিম খেলোয়াড় উসমান খাজা। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরা ডেভিড ওয়ার্নারও আইপিএলে দুর্দান্ত খেলে তার অবস্থান জানান দিচ্ছিলেন। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে নানা আলোচনা। কে থাকবেন দলে এমন প্রশ্ন ছিল অনেকের মনে। অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুজনকেই চূড়ান্ত দলে নেয়া হয়।
স্মিথ ও ওয়ার্নারের ফেরা নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হনস বলেন, “দুজনেই (স্মিথ এবং ওয়ার্নার) বিশ্বমানের ক্রিকেটার। আইপিএলে তাদের ভালো ফর্ম দেখাটা পরিতৃপ্তের।”
অস্ট্রেলিয়া দলের পেস আক্রমণের দায়িত্বে রয়েছেন মিশেল স্টার্ক,প্যাট কামিন্স, নাথান কোল্টার-নাইল আর ঝাই রিচার্ডসন।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহেনড্রফ, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক),নাথান কোল্টার-নাইল,প্যাট কামিন্স, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু