আইএসের হামলায় নিহত ৩২
ই-বার্তা ডেস্ক।। সিরিয়ায়র পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএসের পাল্টা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস আইএসের সর্বশেষ ঘাঁটি দখলে অভিযান চালায় ফলে এই পাল্টা হামলা চালায় আইএস।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। বিগত কয়েকমাসে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানায়, বৈরী আবহাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে এ ধরনের হামলা চালায় আইএস।
সংস্থাটি জানায়, এ হামলায় এসডিএফ এর ২৩ জন ও আইএসের ৯ জন নিহত হয়েছে।
২০১৭ সালের মধ্যে সংগঠনটি সামরিক পরাজয় বরণ করে এবং রাজধানীসহ সব বড় শহর থেকে বিতাড়িত হয়। ২০১৮ সালের জানুয়ারি মাসের মধ্যে সিরিয়ার একটি ছোট এলাকার আটকা পড়ে আইএস।
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু