ইতিহাসে প্রথমবারের মতো সিনেট ও অ্যাসেম্বলি হাউসে বক্তব্য দিলেন এক বাংলাদেশি
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশি নাগরিক মুফতি আনসারুল করিম দক্ষিণ আফ্রিকান ডিপার্টমেন্ট অব জাস্টিস অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের ইসলামিক লিগ্যাল অ্যাডভাইজার গত ২৭ মার্চ আমেরিকার সিনেট ও অ্যাসেম্বলি হাউস অধিবেশনে পরপর দুবার বক্তব্য দেন। এ ছাড়া মার্কিন সিনেটে ২৬ মার্চকে বাংলাদেশ ডে ঘোষণা করে রেজ্যুলেশন পাস করা হয়।
মূল বক্তব্যে মুফতি আনসারুল করিম বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের ওপর জুলুম ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। মুসলমান কোনো সন্ত্রাসী জাতি বা গোষ্ঠী নয়, কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিশদ বর্ণনা তুলে ধরেন তিনি।
মার্কিন ইতিহাসে এই প্রথম মুসলমান কোনো ধর্মীয় ব্যক্তিকে সিনেটে ও অ্যাসেম্বলি হাউসে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়।
জানা যায়, মুফতি আনসারুল করিম দক্ষিণ আফ্রিকার ডারবান বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় আছেন।