ইসরাইলের সঙ্গে গ্যাস চুক্তি বাতিলের চেষ্টা চালাচ্ছে জর্ডান
ই-বার্তা ডেস্ক।। ইরানের রাষ্ট্রীয় সংস্থা ইরনার খবরে বলা হয়, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গ্যাস আমদানির সঙ্গে জড়িত কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইহুদিবাদী ইসরাইল থেকে গ্যাস আমদানি বন্ধ করে দেয়ার চেষ্টা করছে।
এছাড়া তিনি কয়েক জন সংসদ সদস্যকে বলেছেন, ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি বাতিলের বৈধ উপায়গুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে।
জর্ডানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি ২০১৬ সালে ইসরাইল থেকে গ্যাস আমদানি সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে। এই চুক্তি অনুযায়ী ১৫ বছরে ইসরাইল থেকে জর্ডানের প্রায় সাড়ে চার হাজার কোটি ঘনমিটার গ্যাস আমদানি করার কথা ছিল।
চুক্তি সইয়ের সময়ই জর্ডানের জনগণ এর বিরোধিতা করেছিল, সংসদেও প্রতিবাদ হয়েছিল। সম্প্রতি ইসরাইলের সঙ্গে জর্ডানের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
জর্ডানের ট্রেড ইউনিয়ন ও বিরোধী রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করেছিল। দেশটির প্রায় অর্ধেক জনগণ ফিলিস্তিনি বংশোদ্ভূত। তারা ১৯৯৪ সালের ইসরাইল-জর্ডান চুক্তির বিরোধিতা করে।
এর আগে ২০১৮ সালে নতুন এক আদেশে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছিলেন, ইসরাইলকে আর জমি ইজারা দেয়া হবে না। ইজারা দেয়া দুটো কৃষি এলাকাও ফিরিয়ে নেয়া হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু