এবার আইপিএলে খুনের হুমকি
ই-বার্তা ডেস্ক।। আইপিএলের দ্বাদশ আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন ম্যাচের সবকটিতে হেরেছে দলটি। হতাশায় ভুগছেন সমর্থকরা। মড়ার উপর খাঁড়ার ঘা। এর মধ্যে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সাইমন ডুলকে সটান খুনের হুমকি দিয়ে বসেছেন এক ভক্ত।
এমনিতেই আইপিএলে চলছে নানা বিতর্ক। তার উপর ঘটলো এই ঘটনা।
সাধারণ মানুষের মতো বিষয়টি বোধগম্য হচ্ছে না ডুলের। তাকে টুইটারে হত্যার হুমকি দিয়েছেন ধর্মিশ মূর্তি। সেই স্ক্রিনশট পোস্ট করে টুইটবার্তায় সাবেক কিউই বোলার লিখেছেন- ধর্মিশ আমার প্রতি খুশি নন। এটি বুঝতেই পারছি। তবে তাকে বা কাকে কী বলেছি সেটিই তো আমি বুঝতে পারছি না। তো খুনের হুমকি কেন? বন্ধু এটি তো শুধুই খেলা, শান্ত হও।
উল্লেখ্য, ডুলের পোস্ট করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ধর্মিশ সাবেক ব্ল্যাকক্যাপস বোলারকে হুমকি দিয়ে বলেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিয়ে আর কথা বলতে যেও না। যদি ফের ধারাভাষ্য দাও, তা হলে খুন করব তোমাকে।