আফগানিস্তানের বিপক্ষে জয়কে বড় জয় হিসেবে দেখছেন সাকিব

ই-বার্তা ডেস্ক।।  বিশ্বকাপ থেকে অনেক প্রত্যাশা নিয়ে ফিরেছিলেন সাকিব আল হাসান। তার পারফরম্যান্স তৈরি করেছিলো বাড়তি প্রত্যাশা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন নিষ্প্রভ।  টি-টোয়েন্টি টুর্নামেন্টেও প্রথম তিন ম্যাচেও নিজের ছায়া হয়ে ছিলেন। অবশেষে তার বিধ্বংসী ব্যাটিংয়ে আফগানিস্তানকে পাঁচ বছর পর টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ।   

আফগানিস্তানের বিপক্ষে জয় এমনিতে খুব বড়ো উত্সবের কারণ হওয়ার কথা নয়। কিন্তু এই দলটির বিপক্ষে সম্প্রতি একটার পর একটা পরাজয় বাংলাদেশকে হতাশায় ঠেলে দিচ্ছিল। বিশেষ করে টি-টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশের কাছে অপরাজেয় হয়ে উঠেছিল। অবশেষে সেই আফগানিস্তানকে হারানোকে বড়ো জয় মনে করছেন সাকিব।  

নিজেদের টি-টোয়েন্টি পারফরম্যান্সের দিকে দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘বড়ো জয় এটি। গত কয়েক মাসের পারফরম্যান্স যদি বিবেচনা করেন, টি-টোয়েন্টিতে আমরা মোটেও ভালো করতে পারছিলাম না। আমাদের উন্নতি করা খুব জরুরি ছিল। এটি নিয়ে কাজ করছিলাম আমরা।’ 

আগামী মঙ্গলবার ফাইনালে আফগানদের স্পিন খেলতে সমস্যা হলেও এই জয় থেকেই বিশ্বাস পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই জয় আমাদের অনেক অনুপ্রেরণা জোগাবে, ফাইনালের জন্য আত্মবিশ্বাসী করে তুলবে। মিরপুরে কন্ডিশন যদিও আলাদা হবে।  আফগানিস্তানকে আবারও হারাতে নিজেদের সেরা চেহারায় থাকতে হবে আমাদের।’

সাকিব আরও বলেন, ‘রান পাচ্ছিলাম না। কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আমি ফর্মে নেই। জানতাম, উইকেটে কিছু সময় কাটালেই চলবে। সেটিও ছিল স্রেফ সময়ের ব্যাপার। আজকে কাউকে না কাউকে ইনিংস টেনে নিতে হতো। সৌভাগ্যবশত, দলের জন্য কাজটি আমি করতে পেরেছি।’ 

তিনি বলেন, ‘টুর্নামেন্ট জুড়েই আমাদের বোলিং দারুণ হয়েছে, ফিল্ডাররা সহায়তা করেছে। কিন্তু ব্যাটিংই বারবার দলকে ভুগিয়েছে। টি-টোয়েন্টিতে সবাই একসঙ্গে রান করবে না। কিন্তু যেদিন যে রান করবে, তাকে দলের জন্য শেষ পর্যন্ত টিকতে হবে। চেষ্টা করেছি সেটি করতে।’ 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু