ওজনে কম দিচ্ছে মদিনা, ময়লা সরিষায় হচ্ছে সুরেশ তেল
ই-বার্তা ডেস্ক ।। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ময়লাযুক্ত সরিষায় তৈরি হচ্ছে নামকরা সুরেশ সরিষার তেল। অন্যদিকে ওজনে কম দিয়ে ভোক্তাদের ঠকাচ্ছে আরেকটি প্রতিষ্ঠান মদিনা খাঁটি সরিষার তেল।
গতকাল শনিবার নরসিংদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বেরিয়ে আসে এমন তথ্য। এ অভিযোগে সুরেশ সরিষাকে ৫০ হাজার টাকা ও মদিনা সরিষাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একইদিন নরসিংদীর হাইওয়ে রোড এলাকায় অভিযানে আরও ৯ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে এক লাখ ৫ হাজার টাকাসহ মোট দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেজবান হোটেলকে ২০ হাজার টাকা, জনপ্রিয় হোটেলকে ১০ হাজার টাকা, আরবি ফাস্ট ফুডকে ২০ হাজার টাকা, সোনার বাংলা হোটেলকে ২০ হাজার টাকা, সোনার বাংলা স্টোরকে ৫ হাজার টাকা, কানাই মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, হরিবল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, ফুলকলিকে ৫ হাজার ও চিয়াংরাই চায়নিজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সার্ভিক তত্ত্বাবধায়ন করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া