কর্মজীবনে কোনো দায়িত্বে অবহেলা করিনিঃ আতিকুল

ই-বার্তা ডেস্ক।।  ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম নিজের ৯ মাসের দায়িত্ব পালনকে ‘ওয়ার্মআপ’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, আমি কর্মজীবনে কোনো দায়িত্বে অবহেলা করিনি।   

তিনি বলেন, ‘আমি মনে করি, যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা ছিল আমার জন্য ওয়ার্মআপ। খেলার আগে অনুশীলন লাগে। ৯ মাস আমি কঠিন অনুশীলন করেছি। সেই ওয়ার্মআপ আমি আগামী পাঁচ বছর কাজে লাগাব। আমি এখন পাঁচ বছরের টেস্ট খেলার জন্য প্রস্তুত। কর্মজীবনে কোনো দায়িত্বে অবহেলা করিনি।’

বুধবার বনানীতে জাতীয় মত্স্যজীবী লীগের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিটি করপোরেশনের মেয়রদের মেয়াদ পাঁচ বছর হলেও আনিসুল হকের মৃত্যুতে উপনির্বাচনে বিজয়ী হয়ে আতিককে এক বছরের কম সময়ে দায়িত্ব পালন শেষ করতে হয়। নতুন নির্বাচনে আওয়ামী লীগ ঢাকা দক্ষিণে প্রার্থী বদলালেও উত্তরে ব্যবসায়ী নেতা আতিকের উপরই ভরসা রেখেছে আওয়ামী লীগ।  

সভায় সভাপতিত্ব করেন মত্স্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমান।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু