কোথাও এখন কারো জীবনের নিরাপত্তা নেইঃ ড. কামাল
ই- বার্তা ডেস্ক।। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মন্তব্য করেছেন যে, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। কোথাও এখন কারো জীবনের নিরাপত্তা নেই।
গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, দেশে একের পর এক অনেক ঘটনা ঘটেছে। ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলার অবনতি খুবই দৃশ্যমান। নারীর অধিকার এবং আইনের শাসন রক্ষা করার জন্য আন্দোলনকে জোরদার করতে হবে।
তিনি বলেন, ‘আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, আমরা সক্রিয়ভাবে মাঠে নামব। কারণ মানুষ চায় সভ্যতা ফিরে আসুক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আমরা এ লক্ষ্যে আজকের বৈঠকে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি ঐক্যবদ্ধ একটা উদ্যোগ নিয়ে দেশের মানুষের অধিকার রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এখন জরুরি ভিত্তিতে করা প্রয়োজন বলে কর্মসূচি নিয়েছি।’
গণফোরাম সভাপতিঅভিযোগ করে বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা নিষ্ক্রিয়। যারা আইন ভঙ্গ করছে তাদের ব্যাপারে তারা নিষ্ক্রিয়। তারা বিভিন্ন ধরনের অ্যাকশনে যাচ্ছে যারা মানবাধিকারের পক্ষে দাঁড়াচ্ছে, পুলিশ তাদের ব্যাপারে তৎপরতা দেখাচ্ছে। কিন্তু যারা মানুষের বিরুদ্ধে, নাগরিকদের অধিকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে একটা নিষ্ক্রিয়তা লক্ষ্য করছি।’
ড. কামালের সভাপতিত্বে বৈঠক আ স ম আবদুর রব ছাড়াও বিএনপির ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, আলতাফ হোসেন, মফিজুল ইসলাম খান কামাল, আবু সাইয়িদ, ড. রেজা কিবরিয়া, আমসা আমিন, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির আবদুল মালেক রতন, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম