গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত
ই- বার্তা ডেস্ক।। গাজীপুর মহানগরীর পূবাইলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি করে যে নিহত যুবক মাদক ব্যবসায়ী ছিলেন।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তালুটিয়া বালুর মাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় এক র্যাবের এক সদস্যও আহত হয়েছেন।
নিহত যুবকের নাম নজরুল ইসলাম ওরফে নজু মিয়া (৩০)। তার বাবার নাম গোলাম মোস্তফা। টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকায় ভাড়া বাসায় থাকত সে।
এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, ৩টি শর্টগান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের দাবি করেছে র্যাব। র্যাব-১ এর মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান অভিযান পরিচালনা করেন।
নিহত নজরুলের লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।