ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের করোনা ভাইরাস প্রতিরোধে কর্মসূচি ও উদ্যোগ
ই-বার্তা ।। আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের তত্ত্বাবধানে ঢাকা মহান উত্তর ছাত্রলীগের অন্তরগত প্রতিটা থানা, কলেজ, ওয়ার্ড ও ইউনিট ছাত্রলীগ করোনা ভাইরাস প্রতিরোধে নানা রকম কর্মসূচি ও উদ্যোগ গ্রহন করেছে।
করোনা ভাইরাস প্রতিরোধের উদ্যোগ হিসেবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, লিফলেট বিতরণ ও সচেতন মূলক প্রচারণা করছে সংগঠনটির নেতা- কর্মীরা ।
এসাড়া, গরিব, দুস্থ ও অসহায় দিনমজুর মানুষদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবনসহ বিভিন্ন খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছে।
এই সব সেচ্ছাসেবক মূলক কাজে সবসময় উৎসাহ জগাচ্ছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সারাদিন নেতা কর্মীদের সাথে সরাসরি কাজে অংশগ্রহণ করছেন।
ছাত্রলীগের এই সেচ্ছাসেবক মূলক কাজ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় বলেন, আমি খুব গর্ভিত যে, ‘আমার নেতা কর্মীরা রাত দিন কঠোর শ্রম দিয়ে অসহায় দিনমজুর মানুষদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, লিফলেট, খাদ্যপণ্য বিতারণ ও সচেতন মূলক প্রচারণা করছে। যে যার সাধ্য মত কাজ করে যাচ্ছে’।
ই-বার্তা/ জাহিন হাসান