ফিলিস্তিনিদের জমি জবর-দখলে ইসরাইলকে বারণ করল নরওয়ে
ই-বার্তা ডেস্ক।। নরওয়ে ইসরাইলকে ফিলিস্তিনিদের জমি জবর-দখল করে ইহুদি বসতি নির্মাণ করতে বারণ করল।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে মারি এরিকসন সুরিদে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ অবৈধ, অবিলম্বে তা বন্ধ করার দাবি জানান ।
কায়রোতে মঙ্গলবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তবে ইসরাইল সব আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে মঙ্গলবারও ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ।
ইসরাইলের সব উপশহরই আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ২৩৩৪ নম্বর প্রস্তাবেও ইহুদি উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়েছে
ই-বার্তা/ শাহাদাত ছৈয়াল