‘উপযুক্ত বয়স’ প্রমান ব্যাতিরেখে পর্ন দেখা যাবে না

ই-বার্তা ডেস্ক।।  অপ্রাপ্ত বয়স্কদের পর্নোগ্রাফী  দেখা ঠেকাতে নতুন নিয়ম করেছে যুক্তরাজ্য।  আগামী  এপ্রিল মাস থেকে পর্ন ভিডিও দেখতে প্রমাণ করতে হবে উপযুক্ত বয়স। 

ব্রিটিশ গণমাধ্যম জানায়, যুক্তরাজ্য থেকে পর্ন সাইটে প্রবেশ করার আগে এখন থেকে একটি আলাদা পেজ দেখা যাবে।  তাতে ব্যক্তির ই-মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড সেই সঙ্গে বয়স উল্লেখ করতে হবে। বয়স প্রমাণের জন্য দেখাতে হবে ক্রেডিট কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স।  এইজআইডি নামে একটি ব্রিটিশ ব্যবস্থাপনা এটি তদারকি করবে। 

এইজআইডি জানায়, তারা ব্যবহারকারীদের কোনো তথ্য সংরক্ষণ করবেন না।  তবে অন্যভাবেও চাইলে বয়স যাচাই করতে পারবে পর্নপ্রেমীরা।  এজন্য এইজআইডি তৃতীয় আরেকটি পক্ষের সঙ্গে চুক্তি করেছে।  যুক্তরাজ্য জুড়ে প্রায় ত্রিশ হাজার দোকানে ‘পর্ন এক্সেস’ ব্যবস্থা থাকবে।  সেখানে বয়স যাচাই করে নিতে পারবে যে কেউ।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ