বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে প্রতিহত করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
ই-বার্তা ডেস্ক।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন যে, বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে।
মঙ্গলবার নতুন করে দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি এ সময় আরও বলেছেন, বিএনপি যদি আগামী দিনে কোনো আন্দোলন সংগ্রামে অংশ নেয়, সেটি নিতে পারে। কারণ এটি যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলনের নামে যদি নাশকতা করতে চায়, তা হলে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা আগেও জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দিইনি। আগামী দিনেও সেটি হতে দেব না।
তিনি আরও বলেন, আগের যে কোনো সময়ের মতো মাদকেও থাকবে জিরো টলারেন্স নীতি। যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে যেসব কাজ আগে করা সম্ভব হয়নি, সেসব কাজ এবার সম্পাদন করা হবে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম