বেরোবি ভর্তি পরীক্ষার ফল জানা যাবে কাল
ই- বার্তা ডেস্ক।।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল মঙ্গলবার। বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
তিনি জানান, আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে চয়েস ফরম পূরণ করা যাবে। এরপর ২৮ নভেম্বর বিভাগ বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ করা হবে।
তালিকাপ্রাপ্তদের যাচাই-বাছাই করে ভর্তি করানো হবে ২ এবং ৩ ডিসেম্বর। এরপর শূন্য আসনের বিপরীতে বিভাগভিত্তিক দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে ৫ ডিসেম্বর।