আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের হাসি
ই-বার্তা ডেস্ক ।। ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে দ্বৈরথে শেষ হাসি হেসেছে। সেলেসাওরা নাটকীয়ভাবে জয় পায় শেষ মুহূর্তের। ।মিরান্ডা হেড থেকে গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন ইনজুরি টাইমের একবারে শেষ মুহূর্তে ।
এই সুপারক্ল্যাসিকো আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে সৌদি আরবের জেদ্দায়। ম্যাচের আলবিসেলেস্তারা এগিয়ে যেত পারতো ২২ মিনিটে। ।প্রতিপক্ষের গোলরক্ষক অ্যালিসন গোল শেষ পর্যন্ত বাঁচিয়ে দেন অ্যাঙ্হেল কোরেয়া জালের উদ্দেশ্যে বল বাড়ালেও।
অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ৬ মিনিট পর ব্রাজিলের মিরান্ডার শট গোললাইন থেকে ফিরিয়ে আর্জেন্টিনাকে স্বস্তি এনে দেন । আর্জেন্টিনা ম্যাচের শেষ ১০ মিনিটেও ২ বার নিশ্চিত গোলের হাত থেকে বেঁচে যায়।।
নির্ধারিত সময়ের খেলা শেষে। ম্যাচ তখন ইনজুরি সময়ের ৩য় মিনিটে। ।মিরিন্ডার এই গোলই ম্যাচের ভাগ্য এমন সময়ই গড়ে দেয় যে তখন আর কিছু করার নেই। ।সেলেসাওরা নেইমারের কর্নার থেকে এই ডিফেন্ডারের হেডেই ডেডলক ভাঙে।
ই-বার্তা / ডেস্ক