ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত
ই-বার্তা ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৬) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
এসময় ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে আরো তিন ডাকাত সদস্যকে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার হৃদ মিয়া (২৫) ও উচালিয়াপাড়া এলাকার আশরাফুল ইসলাম (২৫)।
আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, সাদ্দাম ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে। আটককৃতরা নিহত সাদ্দামের সহযোগি ছিল। তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু