মোস্তাফিজকে হিন্দি শেখাতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স
ই-বার্তা।। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কাটার মাস্টার এখন অবস্থান করছেন ভারতের মুম্বাইয়ে। শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১১তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা রয়েছে তার।
বিদেশ সফরের আগে সমস্যা এড়াতে সে দেশের ভাষা টুকটাক জেনে নেয়াটা জরুরি। তেমনই হচ্ছে মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে।
ভাষা ভিন্ন হওয়ায় তাকে নিয়ে সমস্যায় আছে আইপিএলের দলটি। সতীর্থদের মুখের ভাষা বুঝতে মোস্তাফিজের যেমন সমস্যা হয়; ঠিক তেমনি সমস্যা হয় তাদের। যে কারণে মোস্তাফিজকে হিন্দি শেখানোর চিন্তা করছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মোস্তাফিজের এই ভাষাগত সমস্যা উতরে উঠতে ঢাকা থেকে নাফিস ইকবালকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির কোচের দায়িত্বে রয়েছেন শ্রীলংকান সাবেক তারকা ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। মূলত তার পরামর্শেই ঢাকা থেকে নাফিস ইকবালকে নেয়া হয়।
মাহেলার সঙ্গে নাফিস ইকবালের সখ্য গড়ে ওঠে গত বিপিএলে। খুলনা টাইটান্সের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। আর সেই দলের কোচ ছিলেন মাহেলা।