রাজবাড়ীতে ভ্যান খালে; চালক নিহত
ই-বার্তা ডেস্ক।। রাজবাড়ীর পাংশা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের খালে পড়ে যাওয়ায় এর চালক নিহত হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বোয়ালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য হাসান আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ভ্যান চালকের নাম রাকিবুল মুন্সি (১৬)। তিনি কালুখালী উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের হামরাট এলাকার শরিফ মুন্সির ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাকিবুল সন্ধ্যার দিকে বোয়ালীয়া থেকে পাংশার উদ্দেশে ভ্যান নিয়ে আসছিলেন। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা এলাকায় পৌঁছলে ভ্যানের চাকা রাস্তার গর্তে পড়ে উল্টে যায়। এতে গুরুত্বর আহত হন চালক রাকিবুল।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম